মোঃ মনির হোসেন (সরকার) নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আজকে যাদের ঘর দিলেন প্রধানমন্ত্রী, তারা যাতে ঘর কাজে লাগায়। তারা যাতে ঘর ভাড়া না দেয়। তারা যাতে ঘরে থাকে এবং তাদের কর্মসংস্থান এর জন্য ব্যবস্থা করতে হবে।
২৪ ডিসেম্বর বন্দরের ৩৫ ভূমি ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
একেএম সেলিম ওসমান বলেন, সত্যিকারের গরীবদের জন্য ঘর গুলো নির্মিত করা হয়েছে। এই ঘরগুলো যাতে বস্তি না বানানো হয়। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না হলে তারা কারো কাছে দিয়ে দিবে এই জায়গা। পরে এখানে অরাজকতা সৃষ্টি হবে, এগুলো যাতে হয়। ঘরগুলো যাতে অসহায় মানুষগুলো পায় এবং তাদের কর্মসংস্থান এর ব্যবস্থা হয়। বাকি যে জায়গা গুলো রাইফেল ক্লাব এবং সংশ্লিষ্টদের আছে তারা জায়গা খালি রাখতে পারবে না। তাদের জায়গা খালি রাখলে এলাকার উন্নয়ন হবে না, তা এখানকার জনগণ মানবে না।
২৪ ডিসেম্বর বন্দর উপজেলার লক্ষ্মণখোলা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এই কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুক্লা সরকারের সভাপতিত্বে- বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ রশিদ, বন্দর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মমিনুল হক, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply