মনির হোসেন (সরকার) নারায়ণগঞ্জ বন্দর থেকে:
বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে টেলিস্কোপের মাধ্যমে রাতের আকাশে চাঁদ ও আশপাশের গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করেছে বন্দরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা চাঁদের সৌন্দর্য অবলোকন করে মুগ্ধ- বিমোহিত হয়ে পড়ে।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা কার্যালয়ের ছাদের খোলা আকাশের নীচে মহাকাশ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
এ সময় টেলিস্কোপের মাধ্যমে শিক্ষার্থীদের রাতের আকাশের চাঁদ ও আশপাশের গ্রহ নক্ষত্র-গুলো অবলোকন করার সুযোগ করে দেয়া হয়। দেশে প্রথম বারের মত উপজেলা পর্যায়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আসমা সুলতানা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্মকর্তা ইয়াহিয়া সোলায়মান, টেলিস্কোপ অপারেটর মো. আবু সাইদ সরকার, মো. আবদুর রাজ্জাক।
Leave a Reply