বিষেশ প্রতিনিধি মোঃ শাহারিয়ার কবির রিপন নারায়ণগঞ্জ
গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ডিসেম্বর রাতে র্যাব-১১, সিপিএসসি’র অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নয়াপাড়া ভান্ডারিপুল সাকিনস্থ জনৈক ওয়াকিল ভূইয়ার মালিকানাধীন ভাড়া বাসায় জাল টাকা তৈরীর অপরাধে মিরাজ মৃধা (২৩)’কে গ্রেফতার করা হয়।
এ সময় তার দখল হতে বাংলাদেশী ১৪টি জাল ১০০ টাকার নোট ও জাল টাকা তৈরীর কাজে ব্যবহৃত ০১টি Printer scener উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নয়াপাড়া ভান্ডারিরপুল এলাকায় জাল টাকা তৈরী করে বাজারে বিক্রয় করে আসছে।
জাল টাকা তৈরীর সুবিধার জন্য ঘন ঘন বাসা পরিবর্তন করে আসছিল। নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবৎ জাল টাকা তৈরী করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার ভাড়াকৃত বাসায় Printer scener ব্যবহার করে জালনোট তৈরী করে আসল টাকা হিসেবে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply