মোঃ শাহারিয়ার কবির রিপন নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ছিনতাইকারী ও ১মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। ১২ডিসেম্বর দিনব্যাপী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক,শানারপাড় ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন- শ্যামল, শহিদুল ইসলাম স্বপন, হিমেল, জাহিদ, ফয়সাল, রতন, সোহেল, আকাশ, মোক্তার ।
একইসময়ে গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়ী হলেন আনোয়ার হোসেন।ছিনতাইকারীদের নিকট হতে ছিনতাই যাওয়া ৬টি মোবাইল, ৩৫০০ টাকা এবং ছিনতাই কাজে ব্যবহৃত ৫টি চাকু, ২টি চাপাতি উদ্ধার করা হয়।
এবং মাদকব্যবসায়ীর কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ১০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মশিউর রহমানের নেতৃত্বে উক্ত অভিযানে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply