মোঃ শাহারিয়ার কবির রিপন নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে কোন ভাস্কর্য ভাঙ্গা হলে তাদের হাত কেটে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। তিনি বলেছেন, শুধু একটা ভাস্কর্য ভাঙ্গলে কি হবে? বাংলাদেশের মানুষের মনের মধ্যে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য আছে, সে ভাস্কর্য ভাঙ্গার সাহস কারোর নেই। এটা শামীম ওসমানের এলাকা। এখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য কেন, যে কোনো ভাস্কর্য ভাঙ্গা হলে আমরা তীব্র প্রতিবাদ করবো। যারা ভাস্কর্য ভাঙ্গবে তাদের হাত কেটে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেবো।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের সামনে থেকে শুরু হয়ে সিদ্ধিরগঞ্জ পুলে গিয়ে শেষ হয়।
তিনি বলেন, `বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে বাংলাদেশের অস্তিত্বের উপর হাত দেয়া হয়েছে, স্বার্বভৌমত্ত্বের উপর হাত দেয়া হয়েছে। জাতির জনকের ভাস্কর্য ভাঙ্গা হয়নি, আমাদের হৃদয়ের রক্তক্ষরণ করা হয়েছে। বিশ্বে বিভিন্ন মুসলিম দেশে ভাস্কর্য আছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে মূর্তি আছে, ভাস্কর্যও আছে। কিন্তু সেখানে ভাস্কর্যের পূজা দেয়া হয় না। মূর্তির পূজা দেয়া হয়। ওই বাবুনগরীরা ভাস্কর্য আর মূর্তির পার্থক্য বুঝে না। ওই বাবুনগরীরা আজ বিএনপি আর তার বিদেশী প্রভুদের ইচ্ছায় সারাদেশকে অস্থির করার জন্য মাঠে নামিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার সঞ্চালনায় এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের আহবায়ক নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি. সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তাজিম বাবু, কাউন্সিলর শাহজাল বাদল, কাউন্সিলর আরিফুল হক হাসান, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু,শেখ রাসেল শিশু কিশোর পরিষদের মহানগর সভাপতি প্রকৌশলী আল মামুনুর রশীদ, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, আবু বকর সিদ্দিক আবুল, শ্রমিক নেতা আশরাফ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী জহির, যুবলীগ খন্দকার মানিক মাস্টার ও হুমায়ুন কবির প্রমুখ।
Leave a Reply