নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির নির্দেশে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এসও রোড এলাকায় রেলওয়ের লীজকৃত জমি দখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (নং ৬৩৭) করেছেন ওনুর জাহান নামে এক এ্যাডভোকেট। মতিউর রহমান মতি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি।
জিডি’র এ বিষয়টি পুলিশ তদন্ত করছে। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ওনুর জাহানের বাবা আনোয়ার উল্লাহ তালুকদারের ক্রয়কৃত সম্পত্তি সংলগ্ন রেলওয়ে কর্তৃক হুকুম দখলীকৃত (দাগ নং ৩৩৯২, ৩৩৯৩-৩৩৯৫-৩৩৯৬-৩৩৯৭ এবং ৩৩৯৯) মোট ২০৮ শতাংশ জমি ১৯৭৭ সাল থেকে লীজ নিয়ে ভোগ দখল করে আসছেন এবং বর্তমানে (৩৩৯৬, ৩৩৯৭, ৩৩৯৯) দাগের ৫৭ শতাংশ জমি লীজ হিসেবে ভোগ দখলে রয়েছেন।
২০১১ সালে তার বাবা মারা যাওয়ার পর তিনিসহ তার ভাই বোনেরা রেলওয়ে কর্তৃপক্ষের নিকট হতে জমি লীজ নিয়ে সরকার নির্ধারিত খাজনা পরিশোধ করে উক্ত সম্পত্তি ভোগ দখলে আছেন। তিনি আরো উল্লেখ করেন, কিছুদিন ধরে স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান মতির নির্দেশে সুমিলপাড়ার স্থানীয় মৃত আব্দুল করিম কসাইয়ের ছেলে পানি আক্তার তার লোকজন নিয়ে আমাদের লীজকৃত জমি দখলে নেয়ার চেষ্টা করছে।
এ সময় বাধা দিলে আমাদেরকে হত্যা করবে বলে হুমকি দেয়া। জিডি’র এ বিষয়টি তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন। এ বিষয়ে কাউন্সিলর মতিউর রহমান মতি জানান, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। হুমকি দেয়াতো দূরের কথা এ বিষয়টি আমি জানিও না। জিডি দায়ের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করতে আদালতের কাছে অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply