সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী এক বিশেষ অভিযানে ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (৪ঠা জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই গৌতম তেওয়ারি ও এএসআই হেমায়েত উদ্দিন পিপিএম মৌচাক মাদ্রাসা রোড এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় পুলিশ ৪টি প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় লুকানো এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে। পুলিশ জানায়, এই ফেনসিডিল গুলো ভারতের তৈরি। লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা হতে বিভিন্ন পরিবহনের মাধ্যমে এনে ঢাকা ও নারায়ণগঞ্জসহ আশেপাশের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ফারুক, ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল হক, ইন্সপেক্টর (অপারেশন) মোঃ রুবেল হাওলাদার।
মেহেদী ইমরান সিদ্দিকী জানান, বৃহস্পতিবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক মাদ্রাসা রোড এলাকায় শাফায়েত হোসেন চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ আশরাফ আলী (৩৯) ও মুক্তা (২৯) দম্পতিকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে রাতেই জায়েদুল ইসলাম (২৫) কে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply