স্টাফ রিপোর্টার : দৈনিক আজকের সংবাদ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডলের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-সিদ্ধিরগঞ্জ ও নাসিক ৬ নং ওয়ার্ড বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক মো: হান্নান প্রধান।
আসন্ন পবিত্র ঈদ সামনে রেখে সাংবাদিক সংস্থার সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহ্বায়ক হান্নান প্রধান বলেন, ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালন করতে গিয়ে যেন আমরা করোনা ভাইরাসে সংক্রমিত না হই। তার জন্য আমাদের সকলের উচিত সরকারের দিক নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলা। আমরা সকলেই একে অপরের সাথে যোগাযোগ রাখব, কিন্তু সেটা হবে সামাজিক দুরত্ব বজায় রেখে। ঈদ ধনী গরীবের নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক। ঈদ শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।
হাসিখুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। সারা বিশ্বে সহ নাসিক ৬ নং ওয়ার্ডের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি। আসুন হিংসা বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই। সমাজ ও মানুষের কল্যানে নিজের জীবন সপে দেই।
Leave a Reply