রাজশাহীর পবা উপজেলার টেংরামারি গ্রামে সুফিয়া বেগম (৪৫) নামে এক নারীকে গলাকেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। আটক দুইজন সম্পর্কে দেবর-ভাবি। তারা নিহত সুফিয়া বেগমের প্রতিবেশী। মঙ্গলবার রাত ৯টার দিকে ফাঁকা বাড়িতে সুফিয়া বেগমকে গলাকেটে হত্যা করা হয়।
সুফিয়ার স্বামীর নাম আনিসুর রহমান। ঘটনার সময় আনিসুর ও তার তিন ছেলে মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়েছিলেন। বাড়ি ফিরে তারা বাড়িতে সুফিয়ার গলাকাটা লাশ দেখেন।
পরে দামকুড়া থানায় খবর দেওয়া হয়। দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বুধবার সকালে নিহত সুফিয়ার স্বামী আনিসুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। জমি নিয়ে প্রতিবেশী একটি পরিবারের সঙ্গে তাদের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে সুফিয়াকে হত্যা করা হয়েছে বলে আনিসুরের ধারণা। তাই জিজ্ঞাসাবাদের জন্য দুই দেবর-ভাবিকে আটক করে থানায় নেওয়া হয়েছে।তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Leave a Reply